মোংলায় দুর্ঘটনার কবলে তেলবাহী ট্যাংকার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৮ ১৫:৫৯:৫৮


মোংলা বন্দরের পুরাতন চ্যানেলে একটি তেলবাহী ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ উপসচিব মো. মাকরুজ্জামান মুন্সি বলেন, শনিবার (১৮ ডিসেম্বর) সকালে মোংলা বন্দরের পুরাতন চ্যানেলের ১৫নং বয়ার কাছে এম.টি মনোয়ারা নামের একটি তেলের ট্যাংকার চ্যানেলের বাইরে চলে যায় এবং সামনের অংশ পুরানো Wreck Ocean Wave এর সঙ্গে ধাক্কা লাগে। এতে করে তেলের ট্যাংকারটির পানির ট্যাংকটি ছিদ্র হয়ে যায়।

ট্যাংকারটির পানির ট্যাংক (Ballast tank) ছিদ্র হয়ে গেলেও তেলের ট্যাংকগুলো এখনো সুরক্ষিত আছে বলে ট্যাংকার থেকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি হিরণ পয়েন্ট পাইলট স্টেশন জানা মাত্র কোস্টগার্ড দুবলা স্টেশন ও জাহাজ মুনসুর আলীর সঙ্গে যোগাযোগ করে। ইতোমধ্যে ঘটনাস্থলে মোংলা বন্দর ও কোস্টগার্ডের জাহাজ অবস্থান করছে। মোংলা বন্দর থেকে বন্দর কর্তৃপক্ষ ওয়েল স্পিল রেসপন্স ভেসেল (OSRV) ঘটনাস্থলে পাঠিয়েছে। ওয়েল স্পিল রেসপন্স ভেসেল ট্যাংকার থেকে তেল নিঃসরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

তেলের ট্যাংকারে মজুদকৃত তেল অন্য তেলের ট্যাংকারে স্থানান্তরের পর আটকে যাওয়া ট্যাংকারটি উদ্ধার করা হবে বলে প্রাথমিকভাবে মালিকপক্ষ জানিয়েছেন।

সানবিডি/এনজে