২৩ ডিসেম্বর থেকে ঢাকায় বসছে আবাসন মেলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-১৮ ১৮:৪১:৩৮


সাধ ও সাধ্যের মধ্যে ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা সারা বছর অপেক্ষায় থাকে আবাসন মেলার। তাদের জন্য আগামী ২৩ ডিসেম্বর থেকে আবাসন মেলার আয়োজন করছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

শনিবার (১৮ ডিসেম্বর) রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারের রিহ্যাব ফেয়ার ২০২১ অনুষ্ঠিত হবে। পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে (পদ্মা হল) সংবাদ সম্মেলনে আবাসন মেলার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এএ