বিজিবি দিবসের কুচকাওয়াজ শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-১৯ ১২:১২:০৯


বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আনুষ্ঠানিক কুচকাওয়াজ-২০২১ শুরু হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এই কুচকাওয়াজ শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করবেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ত্রিমাত্রিক এ বাহিনীর প্যারেড কমান্ডার হিসেবে রয়েছেন বিজিবির উপ-মহাপরিচালক কর্নেল জিয়া সাদাত খান, প্যারেড অ্যাডজুটেন্ট হিসিবে রয়েছেন বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মুজাহিদুল ইসলাম।

প্যারেডে ১নং কন্টিনজেন্ট অধিনায়ক বিজিবির পরিচালক লে. কর্নেল শরিফ মোহাম্মদ মেহেদী হাসান আল আমীন, ২নং কন্টিনজেন্ট অধিনায়ক বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো. ইসরাফিল আলম, ৩নং কন্টিনজেন্ট অধিনায়ক বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর এস এম হাবিব ইবনে জাহান, ৪নং কন্টিনজেন্ট অধিনায়ক বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর নওসাবা আমরিন।

এছাড়া প্যারেডে পতাকাবাহী কমান্ডার হিসেবে অতিরিক্ত পরিচালক মেজর মো. খসরু রায়হান, বিজিবি ডগ প্যারেড কন্টিনজেন্ট কমান্ডার লে. কর্নেল আ ন ম আশরাফুল আলম মন্ডল, সুবেদার অ্যাডজুটেন্ট মো. মাহবুবুল হক চৌধুরী এবং প্যারেড হাবিলদার মেজর হিসেবে হাবিলদার মো. কবির হোসেন রয়েছেন।

বিশ্বের প্রাচীনতম আধাসামরিক বাহিনীর মধ্যে অন্যতম বিজিবি। দিবসটিতে যোগ দিয়েছেন বিএসএফ’র মহাপরিচালক পংকজ কুমার সিংয়ের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল।

এছাড়া বিজিবি দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ ডিসেম্বর বিকেলে যশোরের বেনাপোল-পেট্রাপোল, পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা স্থলবন্দর সংলগ্ন আইসিপিতে বিজিবি-বিএসএফ’র জমকালো জয়েন্ট রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হবে।

সানবিডি/ এন/আই