গ্রামীণফোনের ৬০% লভ্যাংশ ঘোষণা

প্রকাশ: ২০১৬-০২-০৮ ১০:৩৩:২১


GP-Logoদেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড (জিপি) ৬০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে।

গতকাল রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি ৬০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল। এ নিয়ে ঘোষিত লভ্যাংশ দাঁড়িয়েছে ১৪০%।

পর্ষদ বৈঠকে বিদায়ী হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। আলোচিত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৫৯ পয়সা। আর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২২ টাকা ৬৮ পয়সা।

পর্ষদ বৈঠকে বিদায়ী হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। আলোচিত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৫৯ পয়সা। আর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২২ টাকা ৬৮ পয়সা।

আগামী ১৯ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ফেব্রুয়ারি।