অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত, শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-১২-১৯ ১৩:৩০:১৩


অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ছোট একটি এয়াক্র্যাফট বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। খবর এএফপির।

রোববার সকালে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অ্যালাইট বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে ৬৯ বছর বয়সী পুরুষ পাইলটসহ তিন যাত্রীকে নিয়ে আনন্দ ভ্রমণে গিয়েছিলেন। উড্ডয়নের পরপরই ব্রিসবেনের উত্তর-পূর্বে একটি জলাভূমি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

পুলিশ এখনও পুরুষ যাত্রী এবং শিশুদের শনাক্ত করার জন্য কাজ করছে, যাদের ইন্সপেক্টর ক্রেইগ হোয়াইট “কিশোরদের চেয়ে কম বয়সী” বলে জানিয়েছেন।

হোয়াইট সাংবাদিকদের বলেন, “এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কমিশনার অ্যাঙ্গাস মিচেল বলেছেন, দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে একটি প্রতিবেদন ছয় থেকে আট সপ্তাহের মধ্যে শেষ করা হবে।

সানবিডি/ এন/আই