হিলিতে প্রতি কেজি পেঁয়াজ ২৭ টাকা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৯ ১৬:১০:২৭


দিনাজপুরের হিলি স্থলবন্দরে চাহিদার তুলনায় আমদানি বাড়ায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।তিন দিনের ব্যবধানে পাইকারিতে দাম কমেছে কেজিতে ৪ টাকা। তিন দিন আগে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৩১ থেকে ৩২ টাকা দরে বিক্রি হয়। বর্তমানে ২৭ থেকে ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয় নতুন পাতা ও মুড়িকাটা পেঁয়াজ উঠেছে। দাম কম থাকায় মানুষ দেশীয় পেঁয়াজ কিনছে। তাই আমদানিকৃত পেঁয়াজের চাহিদা কমায় দামও কমেছে। এ ছাড়া ভারত থেকে বর্তমানে ইন্দোর জাতের পেঁয়াজ আসছে। আগামী কিছু দিনের মধ্যে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কমে আসবে। সেই সঙ্গে বন্দর দিয়ে ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারি থেকে নতুন পেঁয়াজ আমদানি শুরু হবে।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন ‍জানান, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানির পরিমাণ একটু বেড়েছে। আগে ১০ থেকে ১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, এখন ১৫ থেকে ২০ ট্রাক করে আমদানি হচ্ছে। চলতি সপ্তাহের প্রথম দিনে ১৭টি ট্রাকে ৪৮৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

সানবিডি/এনজে