দেশে এক কোটি দক্ষ জনবল দরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-১৯ ১৮:৩৭:৩৭


জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা বলেছেন, দক্ষ জনবল সৃষ্টি করতে পারলে প্রবৃদ্ধি আরও বাড়বে। দেশীয় সম্পদ ধরে রাখতে এক কোটি দক্ষ জনবল দরকার। প্রবৃদ্ধি ধরে রাখতে হলে শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়াতে হবে।

রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২১’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দুলাল কৃষ্ণ সাহা বলেন, বর্তমানে শুধু পোশাক খাতে ৫ থেকে ৭ লাখ বিদেশি জনবল কাজ করছেন। আমাদের দেশে যেভাবে কর্ম সংস্থান তৈরি হচ্ছে সেইভাবে দক্ষ জনবল তৈরি হচ্ছে না। ফলে প্রচুর অর্থ বিদেশে চলে যাচ্ছে।

তিনি বলেন, দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এখানে অনেক জনবল দরকার। পোশাক ও চামড়া শিল্পেও অনেক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। কিন্তু দক্ষ জনবল তৈরি করতে পারছি না।

তিনি আরও বলেন, আমার দেশের ছেলেরা বিদেশে কাজ করছেন। অথচ দেশে ভালো জব দিতে পারছি না। তাই আমরা দক্ষ জনবল তৈরি করে বিদেশি দক্ষ জনবল নির্ভরতা কমাতে চাই। এতে দেশীয় মুদ্রা সাশ্রয় হবে।

জাতীয় দক্ষতা প্রতিযোগিতা সম্পর্কে তিনি বলেন, আগামী ২৯ থেকে ৩০ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ঢাকার চারটি ভ্যেনুতে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় দেশের তরুণ সমাজকে দক্ষতা প্রশিক্ষণে উদ্বুদ্ধ করা, দক্ষতার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন কাজকে গতিশীল করা, বিভিন্ন দেশের সঙ্গে দক্ষতা উন্নয়নের সেতুবন্ধন তৈরি করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে দেশব্যাপী এ প্রতিযোগিতা আয়োজন করেছে। চূড়ান্ত পর্বের বিজয়ীদের মধ্যে যারা কাঙ্ক্ষিত স্কোর অর্জন করবেন, তারা আগামী বছরের অক্টোবর মাসে চীনের সাংহাইতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

তিনি বলেন, পরবর্তীতে চূড়ান্ত পর্বের বিজয়ীদের নিয়ে ছয় মাসব্যাপী গ্রুমিং সেশন অনুষ্ঠিত হবে। এসব দক্ষ তরুণ দেশে ফিরে ভালো মানের চাকরির নিশ্চয়তা পাবে। প্রতিযোগীদের ট্রেড হচ্ছে, কুকিং, প্যাটিসারি অ্যান্ড কনফেকশনারি, রেস্টুরেন্ট, ওয়েল্ডিং, পেইন্টিং, প্লাস্টারিং, ফ্যাশন টেকনলোজি, ওয়েব টেকনলোজিস, সাইবার সিকিউরিটি, আইটি নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, প্রিন্ট মিডিয়া টেকনলোজি ও বেকারি। এসব খাতে দক্ষ তরুণরা দেশে চূড়ান্ত বিজয়ী হয়ে বিদেশ যাবেন। প্রতি ট্রেডে একজন করে প্রতিযোগী সাংহাই যাবেন।

অনুষ্ঠানে জানানো হয়, এ বছরের সেপ্টেম্বর মাসে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শুরু হয় এবারের প্রতিযোগিতা। এ বিষয়ে দেশের ৮টি বিভাগের পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল ও কলেজ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বিশ্ববিদ্যালয়, দক্ষতা প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠান, শিল্প দক্ষতা পরিষদ, মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, সংস্থায় পত্র দেওয়া হয়।

তাছাড়া ওয়েবসাইট, ফেসবুক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং এসএমএসের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালান হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সারাদেশের ১৭০৭ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেন। গত ৩০ অক্টোবরে দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতা শেষে ১৩টি ডে বাছাইকৃত ৬৬ জন বিজয়ী জাতীয় পর্যায়ের বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২১ এ অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

আগামী ২৯-৩০ ডিসেম্বর দুই দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে এবং ৩০ ডিসেম্বর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবন অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে।

এএ