চাঁদপুরে ৩শ জেলেকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২০ ২০:২৫:০৬


চাঁদপুরে ৩০০ অসহায় ও দুস্থ জেলে পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহার। আজ সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জে‌লেদের মা‌ঝে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

এ সময় জেলা প্রশাসক বলেন, আমি সব সময়ই আপনাদের পক্ষে আছি। আমি আপনাদের কথা ভাবি। জানি কতটা কষ্টে আপনারা থাকেন। নদী, জলাভূমি, খাল-বিল হচ্ছে আপনাদের উপাজর্নক্ষেত্র। এসব জায়গায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সেখান থেকে জীবিকা নির্বাহ করে চলা যে কতটা কঠিন তা বুঝি। এ জন্যে আপনাদের প্রতি পুরো সহমর্মিতা আমার আছে।

জেলা প্রশাসক আরও বলেন, জাটকা মৌসু‌মে ও মা ই‌লি‌শের ডিম ছাড়ার সময়ে আপনা‌দের নদী‌তে নাম‌তে বাধা দেওয়া হয়। নদী‌তে মাছ বড় হ‌লে আপনারাই উপকৃত ও লাভবান হবেন। আপনাদের জন্যেই আমরা কষ্ট করি। মা ইলিশ রক্ষা অভিযানের সময় প্রশাসন রাত-দিন নদীতে থাকে আপনাদের লাভের জন্যেই। এসব আপনাদের বুঝতে হবে। তাই মাছ ধরার নি‌ষিদ্ধ সম‌য়ে একটু ধৈর্য ধারণ কর‌তে হ‌বে।

এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি ইকবাল হোসেন পাটওয়ারী ও জেলা মৎস্যজীবী স‌মি‌তির সভাপ‌তি আব্দুল মা‌লেক দেওয়ান।

এ সময় অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (‌রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মে‌হেদী হাসান, সিনিয়র সহকারী কমিশনার মো. খোরশেদ আলম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা মৎস্যজীবী স‌মি‌তির সহ-সভাপতি শাহ আলম ম‌ল্লিক উপ‌স্থিত ছি‌লেন।

সানবিডি/এনজে