দিতির সুস্থতা কামনায় ‘সুইটহার্ট’
প্রকাশ: ২০১৬-০২-০৮ ১৩:৪৬:৩৪
মস্তিষ্কে ক্যান্সার আক্রান্ত বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেত্রী পারভীন সুলতানা দিতির অবস্থা ভালো নেই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। রবিবার (৭ ফেব্রুয়ারি) ‘সুইটহার্ট’ ছবির প্রচার ও অডিও প্রকাশনা উপলক্ষে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে এক অনুষ্ঠানে দিতির সুস্থতা কামনা করে দোয়া ও দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছেন ছবির কলাকুশলীরা।
‘সুইটহার্ট’ ছবিতে অভিনয় করেছেন দিতি। আর তাই অনুষ্ঠানের শুরুতেই নেমে আসে নিরবতা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছিলেন ছবিটির পরিচালক ওয়াজেদ আলী সুমন। অনুষ্ঠান শুরুর প্রথম পর্বে বেশ আবেগঘন হয়ে পড়েন তিনি। সকলকে উদ্দেশ্য করে তিনি দিতির জন্য দোয়া চেয়েছেন। ছবিটির প্রধান তিন অভিনয়শিল্পী রিয়াজ, বাপ্পি ও বিদ্যা সিনহা মিম সেখানে উপস্থিত ছিলেন।
গত ২৯ জুলাই চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এর আগে ঢাকায় অসুস্থ হয়ে পড়েন দিতি। তখন তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ২৫ জুলাই তাঁকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। গত ২০ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন দিতি। চেন্নাই থেকে ফিরে আসার পর বাসায় ছিলেন দিতি। অসুস্থতা বেড়ে যাওয়ায় ৩০ অক্টোবর তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় ফিরে বেশ কিছুদিন সুস্থ ছিলেন। এরপর মস্তিষ্কে পানি জমায় আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত দিতিকে দ্বিতীয়বারের মতো চেন্নাইয়ে নেওয়া হয়। ৩ নভেম্বর আবারও তাঁর মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত কয়েকদিন ধরেই বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে দিতির শারীরিক অবস্থা দিনে দিনে খারাপ হয়ে পড়ছে।
প্রসঙ্গত, ‘সুইটহার্ট ছবির কয়েকটি গান ইতিমধ্যে দর্শক-শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আর এগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, হাবিব, ন্যানসি, হৃদয় খান, পড়শী, আহমেদ হুমায়ূন ও রমা। গানগুলোর কথা লিখেছেন কবির বকুল, শফিক তুহিন ও সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব, হৃদয় খান, শফিক তুহিন ও আহমেদ হুমায়ূন। ছবিটির গল্প লিখেছেন এস রেজার। যৌথভাবে সংলাপ লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান ও আবদুল্লাহ জহির বাবু। আসছে ১২ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস