চট্টগ্রামে হেলে পড়েছে ২ ভবন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১২-২১ ১০:৫৮:৩৯


চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় দুটি ভবন হেলে পড়েছে। ভবন দুটি থেকে বাসিন্দারা সরে যেতে শুরু করেছেন।

সোমবার রাতে খাল খননের কাজ করার সময় ভবন দুটি হেলে পড়ে।

সদরঘাট থানার এসআই রনি তালুকদার জানান, সদরঘাট থানাধীন মাঝিরঘাট স্ট্যান্ড রোডসংলগ্ন পার্বতী ফকিরপাড়া এলাকায় গুলজার খাল সংলগ্ন তিনতলা ও দোতলা ভবন দুটি হেলে পড়েছে। এর পাশে একটি মন্দিরও ঝুঁকিতে পড়েছে।

তিনি বলেন, রাত ১০টার দিকে ভবন হেলে পড়ার সংবাদ পাই। ভবন দুটির পাশের ড্রেনের কাজ চলার কারণে তিন তলা ও দোতলা ভবন দুটি হেলে পড়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, গুলজার খালের খনন কাজ হচ্ছিল। খোঁড়ার কারণে পাশের তিনতলা ভবনটি দক্ষিণ দিকে কিছুটা হেলে পড়েছে। পাশের আরও একটি ভবনও হেলে পড়েছে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখান থেকে লোকজন সরে যাচ্ছে। হেলে পড়ার কারণে আশেপাশে বেশকিছু ঘরও ঝুঁকিতে পড়েছে। তাদেরও সরিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করছি।

সানবিডি/ এন/আই