সূচকের উত্থানে লেনদেন ৮ মাস আগের অবস্থানে
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১২-২২ ১৪:১৭:৫৮
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। চকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আট মাস আগের অবস্থানে নেমে গেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৩৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬ টির, দর কমেছে ১৪৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫ টির।
ডিএসইতে ৬৫২ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আট মাস তিন দিন বা ১৬১ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ১৮ এপ্রিল আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ৬০২ কোটি টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৮০ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর। সিএসইতে ৪৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস