দর বৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২১ ১৫:৫৪:৫৭
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৩৯৫ বারে ১ লাখ ৯১ হাজার ৪৭১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সোনালী আঁশের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৬৭ বারে ১ লাখ ২২ হাজার ৩৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা হাক্কানি পাল্পের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটি ৮৫৩ বারে ২ লাখ ৫৯ হাজার ৭৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু এগ্রোর ৬.৫৭ শতাংশ, ন্যাশনাল টি’র ৬.৪৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.৪৭ শতাংশ, এপেক্স ফুডসের ৬.৩৫ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৫.৮৬ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.৪৯ শতাংশ এবং ওয়াটা কেমিক্যালের শেয়ার দর ৫.২৩ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস