স্বামীর শরীরে বাঁচল স্ত্রী, ছেলের মৃত্যু

প্রকাশ: ২০১৬-০২-০৮ ১৪:৩৪:৪৫


taiwan_quarkতাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে নারীসহ দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ধসে যাওয়া ১৭তলা ভবন থেকে সোমবার তাদের উদ্ধার করা হয়। খবর বিবিসির।

গত শনিবার ভোররাতে দক্ষিণ তাইওয়ানের তাইনান শহরে এ ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। ধ্বংস্তূপের নিচে এখনও শতাধিক আটকা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার ভোরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে তাসাও উয়েই লিং নামের এক নারীকে  উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকর্মীরা জানান, কান্না শুনে তারা ওই নারীর সন্ধান করেন। সেখানে ভূমিকম্পের পর ভবনের একটি বিম ভেঙে পড়েছিল। আর সেটির নিচে নিজে পড়ে স্ত্রী তাসাও উয়েই লিংকে বাঁচান স্বামী। তবে, পাশে থেকেই এই দম্পতির দুই বছর বয়সী ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের আরও পাঁচজন সদস্য সেখানে আটকা রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

এরপরই লি সুং তিয়ান নামের আরেক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। রোববার রাত থেকে তিনি উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলছিলেন এবং সোমবার ভোরে উদ্ধারের সময়ও তার জ্ঞান ছিল।

এর আগে রোববার ২০ বছর বয়সী হুয়াং কুয়াং-উইই কে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলছিল উদ্ধারকর্মীরা। তাদের সহায়তায় ২০ বছর বয়সী আরেক তরুণ কুও নিজেই ধ্বংসস্তূপের ভেতর থেকে উপরে উঠে আসতে সক্ষম হন। উদ্ধারের পর তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়।

তাইনানের মেয়র উইলিয়াম লাই বলেছেন, তাসাও ও লিকে উদ্ধারের পর উদ্ধারকর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা ধ্বংসস্তূপ থেকে আরো জীবিতকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন,’ক্ষুদ্রতম সম্ভাবনা থাকার পরও আমরা আশা ছাড়ব না।’

সানবিডি/ঢাকা/এসএস