সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১২-২২ ১৬:০৬:৪০


ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানায় ছাঁটাই করা শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা।

আজ বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় প্রাইড গ্রুপের এইচ আর টেক্সটাইল কারখানার প্রায় ৬০ শ্রমিক এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আইনগত বকেয়া পাওনা পরিশোধ না করে টালবাহানা করছেন। এমনকি কর্তৃপক্ষ জোর করে অব্যাহতি পত্রে স্বাক্ষর নিয়েছেন। আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে গালিগালাজ করে সরিয়ে দিয়েছেন। তাই বাধ্য হয়ে পাওনা পরিশোধের দাবিতে তাদের এ কর্মসূচি পালন করছি।

ভুক্তভোগী শ্রমিক রফিকুল ইসলাম বলেন, হঠাৎ করে কর্তৃপক্ষ কৌশলে আমাদের ছাঁটাই করেছেন। কিন্তু তারা আইন মেনে পাওনাদি পরিশোধ করেনি। আমরা চরম অনিশ্চয়তায় ভুগছি। কোথাও চাকরিও পাচ্ছি না। টাকার অভাবে বাসা ভাড়া দিতে না পেরে অমানবিক জীবন-যাপন করছি।

এ ব্যাপারে কারখানার অ্যাডমিন ম্যানেজার মনিরুল ইসলাম মনির বলেন, ৪৩ শ্রমিকের একটি তালিকা রয়েছে যাদের ছাঁটাই করা হয়নি। তারা অব্যাহতি নিয়েছেন। তাদের মধ্যে ২০-২২ জন শ্রমিক অফিসে এসেছিলেন। তাদের সঙ্গে কথা হয়েছে। জানুয়ারির ২০ তারিখে এসে পাওনা টাকা নিয়ে যাবেন।

সানবিডি/এনজে