সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের প্রস্তাব দিলো জাসদ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১২-২২ ১৯:২১:৪৯
সবার কাছে গ্রহণযোগ্য একটি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আজ বুধবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার পর নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়।
বিকেল সোয়া পাঁচটায় জাসদ নেতারা বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসানুল হক ইনু বলেন, আমরা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছি। সেই সঙ্গে আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন একটা স্থায়ী সমাধান বলেও আমরা জানিয়েছি। সার্চ কমিটিতে একজন শিক্ষক এবং একজন নারীকে রাখার প্রস্তাব দিয়েছি আমরা। তবে কোনো নাম প্রস্তাব করিনি।
জাসদ মনে করে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের মধ্য থেকেই সার্চ কমিটির সদস্য মনোনয়ন দেওয়া সমীচিন।
রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর এ সংলাপ শুরু হয় গত সোমবার। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে প্রথম দিন নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। নিবন্ধিত ৩৮টি দলের সঙ্গে পর্যায়ক্রমে এ আলোচনা চলবে।
সানবিডি/এনজে