বইমেলায় আল-মাহমুদের প্রথম রূপকথার গল্প

আপডেট: ২০১৬-০২-০৯ ১৭:২৭:৪০


Al-Mahmud Final“আমরা যত অরণ্যের অধিবাসী আছি, আমরা একটা সম্মেলন করব। এখানে সকলকে বসবাসের নিয়ম-কানুন শিখিয়ে দেয়া হবে। যারা আমাদের সদস্যদের হিংস্র বলে, তাদের বুঝিয়ে দিতে হবে, আমাদের অনিষ্ট না করলে আমরা কারো ক্ষতি করি না। আমরা জঙ্গলের প্রাণী বটে, কিন্ত আমরা জঙ্গলে সবাই মিলে-মিশে শান্তিপ্রিয় সহাবস্থান করি” এরকমই দারুন মেসেজ দিয়ে বাংলা সাহিত্যের প্রধান কবি আল-মাহমুদ এবারের বইমেলায় নিয়ে এসেছেন তার সাহিত্য জীবনের প্রথম রূপকথার বই ‘ছায়ায় ঢাকা মায়ার পাহাড়’।

বইটি আল-মাহমুদ সাংবাদিক নাইস নূরের অনুপ্রেরনায় ২০১৩ সালে শুরু করলেও সম্পাদনা ও শ্রুতি লিখন করতে ২০১৫ সাল পর্যন্ত লেগে যায়।

আল-মাহমুদের এই রূপকথার গল্পের বইটি প্রকাশ করেছে ঝিঙেফুল প্রকাশনী। বইটির প্রকাশক গিয়াসউদ্দিন খসরু, বইয়ের সম্পাদনা ও ব্যবস্থাপনায় ছিলেন নাইস নূর। মেলায় বইটি ‘ঝিঙেফুল’ (স্টল নং ৬৩৪-৬৩৫ সোহরাওয়ার্দী উদ্যান) প্রকাশনার স্টলে পাওয়া যাচ্ছে। বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। বইটিতে গল্পের সঙ্গে মিল রেখে রয়েছে বেশ কিছু সুন্দর ছবি। সবগুলো ছবি এঁকেছেন চিত্রশিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়। বইটির প্রচ্ছদও করেছেন তিনি।

রূপকথার ছোট ছোট তরঙ্গময় সুন্দর কাহিনি কাব্যের মত গদ্যে আদলে সাজানো হয়েছে। বইটিতে বনানী একটি সুন্দর চরিত্র। বইটি শুরু করেছিলেন তখন যখন সুন্দর বনের গাছ কেটে উজাড় করে ফেলা হয়েছিল। আল মাহমুদ তার বইয়ের মধ্যে গল্পের ছলে তা তুলে ধরেছেন।

কয়েকটি কাব্যিক পঙ্কতি তুলে ধরা হল পাঠকদের জন্য:-

১. সিংহ মশাই, সিংহ মসাই

মাংস খাবার যম,

ইংরেজিতে দখল ভারি

বাংলা জানেন কম।

২. আমি বন্য এই অরণ্য

আমার রাজত্ব,

এখানে সবাই আমার প্রজা

কী সজা! কি মজা! কী মজা!

৩. এ অরণ্য আমার জন্য

আমি ধন্য আমি বন্য।

৪. ঝরছে পাতা হলুদ রং

সভা হবে জবর জং

৫. নাচ ধরেছে শিয়ালে

হাসির ছটা দু’গালে,

সবাই নাচে এক তালে

নাচ ধরেছে শিয়ালে।

৬. দমাদম বাজুক ঢোল

বুকের ভেতর নাচুক ঢোল

নাচতে নাচতে শেষ করি

নাচের তো আর নেই জুরি।

এরকম গদ্যের পাশা-পাশি ছন্দে সাজানো আল-মাহমুদের প্রথম কোন রূপকথার গল্পের বই। বই সর্ম্পকে আল-মাহমুদ তার বইয়ে লিখেছেন, ‘ছায়ায় ঢাকা মায়ায়র পাহাড়’ এটা আমার প্রথম লেখা রূপকথার গল্পের বই।

এর আগে তিনি কেন এধরনের বই লিখলেন না তার একটা উত্তরও তিনি দিয়েছেন, তিনি বলেছেন, রূপকথা কিভাবে হয়? সেটা আমি ঠিকমত আন্দাজ করতে পারি না বলেই লেখায় এতদিন হাত দেইনি।

তিনি বলেন, আমি সাংবাদিক নাইস নূরের উৎসাহে বিষয়টি বুঝতে পারি এবং লেখার জন্য মনস্থির করি। সাথে সাথে তিনি আরো বলেন, আমার এই গল্পটি শিশু-কিশোরদেরকে আনন্দ দানের পাশা-পাশি একটা শিক্ষাও দিবে।

বই সর্ম্পকে বইটির সম্পাদক ও ব্যবস্থাপক সাংবাদিক নাইস নূর সানবিডি২৪.কমকে বলেন, বাংলা সাহিত্যে আল-মাহমুদের অবদান সবখানে থাকলেও তিনি কখনো রূপকথার গল্পের বই লিখেননি। তাই আমি তাকে রূপকথার বই লিখার জন্য উৎসাহ দিয়েছি। অবশেষে তিনি ২০১৩ সালে ছোট ছোট করে লিখতেন, বলতেন আমি লিখে দিতাম।

তিনি বলেন, আল-মাহমুদের এই রূপকথার গল্পটি শ্রুতি লিখন করতে আমার তিন বছর সময় লেগেছে। কিশোরদের জন্য এই গল্পের বইটি খুব আনন্দের ও শিক্ষনীয় হয়েছে। এখানে শিশু-কিশোররা গল্প ও ছন্দের মাধ্যমে যেমন আনন্দ পাবে, তেমনি কিছু একটা শিখতেও পারবে।

তিনি সবশেষ বলেন, আল-মাহমুদ এখন খুব অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন।

বই সর্ম্পকে ঝিঙেফুল প্রকাশনীর প্রকাশক গিয়াস উদ্দিন খসরু সানবিডি২৪.কমকে বলেন, আল-মাহমুদের প্রথম কোন রূপকথার গল্পের বই, যা আমি প্রকাশ করেছি।

বইটিতে পাঠকের ভালই সারা পাচ্ছি। তবে এবারের বইমেলায় ভাল স্টল  না পাওয়ায় বেচা-বিক্রি কম বলে জানান এই প্রকাশক।

তিনি বলেন, গত কয়েক বছর আমি বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গনে ছিলাম। এবার যার যার ইচ্ছে মত স্টল নিয়েছে, যেখানে কোন নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। তারও পর আশা করছি ভাল বেচা-বিক্রি হবে।

ঢাকা কলেজের  সমাজ বিজ্ঞানের ছাত্র মো. ইজাবুল মল্লিক বলেন, মেলায় এসেছি ভালই লাগছে, তবে এখনো মেলা জমে উঠেনি। আমি আল-মাহমুদের ‘ছায়ায় ঢাকা মায়ার পাহাড়’  বইটি কিনেছি। আল-মাহমুদের প্রথম লেখা কোন রূপকথার গল্প ভালতো হবেই।

এবাবের বইমেলায় ঝিঙেফুল থেকে ৭০টি নতুন বই প্রকাশ করা হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল:- আল-মাহমুদের ছায়ায় ঢাকা মায়ার পাহাড়, নাইস নূরের শিশু-কিশোর গল্পের বই এ টেল অব ব্লাইড প্রিন্সেস, সায়যাদ কাদিরের বুড়ো শিয়াল হাতি, বক ও বেজি, উজ্জল কণ্যা, হাসান হাফিজের আট দেশের রূপকথা, মোয়াজ্জেম হোসেন আলমগীরের মজার গল্প পড়ি জীবন গড়ি ১,৩ ও ৪, ভূতের  সাথে সানদিন,  রশীদ নিইটনের আজব দেশের হাতছানি।

সানবিডি/ঢাকা/এসএস