এনসিসি ব্যাংক এর চান্দিনা শাখার উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৪ ১৭:২৫:২৯


কুমিল্লার চান্দিনায় এনসিসি ব্যাংক এর ১২৪ তম শাখা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ব্যাংকের পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) খন্দকার নাইমুল কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি ও ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সাবেক পরিচালক মুত্তাকিম আশরাফ টিটু, চান্দিনা উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা তপন বকশী, চান্দিনা পৌরসভার মেয়র মোঃ শওকত হোসেন ভূঁইয়া এবং চান্দিনা পৌরসভার সাবেক কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম।

অন্যান্যের মধ্যে ব্যাংকের এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী, এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, এফসিএ, এসইভিপি ও হেড অব করপোরেট বিজনেস ইউনিট মোঃ মাহবুব আলম এবং ইভিপি ও মার্কেটিং এবং শাখা বিভাগের প্রধান আবদুল্লাহ্ আল-কাফী মজুমদারসহ অন্যান্য শাখার ব্যবস্থাপকবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণে ব্যাংকের পরিচালক খায়রুল আলম চাকলাদার বলেন, এনসিসি ব্যাংক দ্রুততম সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের কাছে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে এনসিসি ব্যাংক এর শাখার কার্যক্রম সম্প্রসারিত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের ইতিহাস ও ঐতিহ্য পরিম-িত কুমিল্লার চান্দিনায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এনসিসি ব্যাংক কার্যক্রম শুরু করেছে। তিনি এনসিসি ব্যাংকের ব্যতিক্রমধর্মী পণ্য সেবা তথা গৃহ ঋণ, কৃষি ঋণ, এসএমই ঋণ, শিক্ষা ঋণসহ বিভিন্ন ঋণ সুবিধা এবং আমানত প্রকল্পের কথা তুলে এলাকার ব্যবসায়ী ও পেশাজীবীদের এই শাখা হতে সেবাসমূহ গ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) খন্দকার নাইমুল কবির বলেন, প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবসায় উন্নততর গ্রাহক সেবা প্রদানে এনসিসি ব্যাংক প্রযুক্তির যথাযথ ব্যবহারকে অগ্রাধিকার দিয়ে আসছে। বর্তমানে ব্যাংকিং সেক্টরে এনসিসি ব্যাংক বিশ্বস্ততার প্রতীক। অনন্য কিছু প্রযুক্তি নির্ভর পণ্য ও সেবার মাধ্যমে ব্যাংকটি ইতিমধ্যে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তিনি এনসিসি ব্যাংকের বর্তমানের শক্তিশালী আর্থিক ভিত্তি তথা এর ঋণ-আমানত অনুুপাত, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এ উন্নত অবস্থান এবং সিএসআর কর্মকান্ডসহ দক্ষ ব্যবস্থাপনা কার্যক্রমের কথা তুলে ধরেন। চান্দিনা শাখা অত্র এলাকার ব্যবসায়িক কার্যক্রমে বিশেষত এসএমই, রেমিট্যান্স এবং আমদানী-রপ্তানীসহ সকল খাতের স¤প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

এএ