বঙ্গবন্ধু জাতীয় পেঞ্চাক সিলাত চ্যাম্পীয়নশীপ সম্পন্ন
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২১-১২-২৫ ১৫:৪৭:৪৬
বাংলাদেশ পেঞ্চাক সিলাত ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের
সহযোগিতায় সম্পন্ন হয়েছে বঙ্গবন্ধু ২য় জাতীয় পেঞ্চাক সিলাত চ্যাম্পীয়নশীপ-২০২১।
শনিবার (২৫ ডিসেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সেক্রটারী জেনারেল বীর মুক্তিযোদ্ধা হাসান উজ জামান মনি।
বিশেষ অতিথি ছিলেন ইন্দোনেশিয়া দূতাবাসের রাষ্ট্রদূত কর্নেল চবি মারদিকান, বাংলাদেশ ব্যাংক অফিসার এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল আনিস মুনসী, জাতীয় ক্রীড়া পরিদপ্তরের অবসর প্রাপ্ত উপ-পরিচালক ইয়াছিন আলী, পেঞ্চাক সিলাত ফেডারেশনের স্পোর্টস এন্ড টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এমরান হোসাইন এবং বাংলাদেশ পেঞ্চাক সিলাত ফেডারেশন সেক্রেটারী জেনারেল এ,এস, এম তাহমিদুল হক জুয়েল।
এসময় দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।