অধ্যাপক নাসের স্মরণে রাবি ছাত্র ইউনিয়নের শোকসভা

আপডেট: ২০১৬-০২-০৮ ২১:০৩:২৩


ru-campus_172323রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসেরের স্মরণে রাবি শাখা ছাত্র ইউনিয়ন আয়োজিত এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় শহীদুল্লাহ্ কলা ভবনের ১৫০নং কক্ষে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সাতিল সিরাজ ও ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীন । শোকসভায় বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ড. আনন্দ কুমার সাহা বলেন, ‘অধ্যাপক নাসের ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের অন্যতম একজন। তিনি অসাম্প্রদায়িক চেতনার ধারক ছিলেন। তিনি সকল সংকটময় সময়ে প্রগতিশীলতার র্চচা করতেন।’

শোকসভায় উপস্থিত ছিলেন ইনস্টিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস’র সভাপতি মো. মুনজুর হোসেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিউটের প্রভাষক গৌতম রায় ও বিভিন্ন প্রগ্রতিশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ্য ড. মোহাম্মদ নাসের বাগেরহাট সদর থানার বৈটপুরের চিতলী গ্রামে ১৯৬০ সালের ১জানুয়ারী জন্মগ্রহণ করেন। গত ২৮জানুয়ারী বৃহস্পতিবার তিনি মারা যান।

সানবিডি/ঢাকা/রাআ