অস্ট্রেলিয়ায় দেখা গেল ‘হাতওয়ালা’ বিরল মাছ!
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৬ ১৬:২৫:২৩
অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা তাসমানিয়ার উপকূলের অদূরে একটি বিরল মাছ খুঁজে পেয়েছেন যেটি পাখনা নয়, ‘হাতের’ সাহায্যে ঘুরে বেড়ায়।
পিংক হ্যান্ডফিশ নামে এই মাছটি শেষবার দেখা গিয়েছিল ২২ বছর আগে ১৯৯৯ সালে। খবর বিবিসি বাংলার।
এ পর্যন্ত ডুবুরিরা মোট চার বার এই মাছের দেখা পেয়েছেন।
মাছটি এক সময় হারিয়ে যাবে এই আশঙ্কায় অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ এই মাছটিকে বিপন্ন প্রাণীর তালিকায় যোগ করেছেন।
তবে বিজ্ঞানীরা বলছেন, কিছুদিন আগে সমুদ্রে গভীরে এক মেরিন পার্কে তাদের এক ক্যামেরায় মাছটি ধরা পড়েছে।
বিজ্ঞানীরা আগে ধারণা করেছিলেন, মাছটি অগভীর পানিতে বসবাস করে। এখন দেখা যাচ্ছে তাসমানিয়ার দক্ষিণ উপকূলের কাছে ৩৯০ ফুট গভীরে এর বাস।
এএ