বিডিংয়ে সর্বনিম্ন আবেদনসীমা কমেছে জেএমআই হসপিটালের

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৬ ১৮:৩৪:০১


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানির বিডিংয়ের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের সর্বনিম্ন আবেদনসীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ।

রোববার (২৬ ডিসেম্বর) বিএসইসির ৮০৪তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের আবেদনের প্রেক্ষিতে জেএমআই হসপিটালের বিডিংয়ে সর্বনিম্ম আবেদনসীমা ৫০ লাখ থেকে কমিয়ে ২০ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস