প্রাইম ব্যাংকে ১ কোটি টাকা পর্যন্ত জামানতমুক্ত ঋণ সুবিধা চালু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-২৬ ১৯:৩৬:০৬
প্রাইম ব্যাংক দেশের বৃহৎ কর্পোরেটের ডিলার/পরিবেশকদের সেবা দিতে “প্রাইম ডিলার” নামে একটি ডেডিকেটেড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং প্রোগ্রাম চালু করেছে। প্রাইম ব্যাংক, প্রাইম ডিলার প্রোগ্রামের আওতায় জিপিএইচ ইস্পাত লিমিটেডের সাথে একটি স্ট্র্যাটিজিক পার্টনারশীপ করেছে।
এই অংশীদারিত্ব বা পার্টনারশীপে জিপিএইচ ইস্পাত লিমিটেডের নিবন্ধিত ডিলারবৃন্দ প্রাইম ব্যাংক থেকে ১ কোটি টাকা পর্যন্ত জামানতমুক্ত MSME ঋণ এর সঙ্গে ২৪/৭ ব্যাংকিং এবং ডেডিকেটেড ডিলার হেল্পডেস্ক সুবিধা পাবেন।
অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের ক্রেডিট সিনক্রোনাইজেশন এবং মনিটরিং ইউনিটের প্রধান চম্পক চক্রবর্তী এবং প্রাইম ব্যাংকের এসইভিপি ও এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ এম. ওমর তৈয়ব সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, ” জিপিএইচ ইস্পাত ও প্রাইম ব্যাংকের জন্য এটি একটি সময়োপযোগী উদ্যোগ যা বাংলাদেশের MSME-এর প্রসারের মাধ্যমে আর্থিক অন্তভূক্তিকরন প্রক্রিয়াকে আরোও তরান্বিত করবে।
এএ