নারীর ক্ষমতায়নে ‘তথ্যআপা’ প্রকল্পের প্রচারণা জোরদারের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-২৬ ১৯:৫৪:৫২
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নের জন্য ‘তথ্যআপা’ প্রকল্পের প্রচার-প্রচারণা জোরদারের সুপারিশ করা হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মো. আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
সভার শুরুতে বিজয়ের মাসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে। আরও স্মরণ করা হয় ৩০ লাখ শহীদ ও দুই লাখ নির্যাতিত মাবোন-সহ ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত সকল শহীদদের।
সভায় ডিজিটাল বাংলাদেশের সুফল তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে মন্ত্রণালয় গৃহীত কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
কমিটি মহিলা বিষয়ক অধিদফতরের ‘অপরাজিতা’ নামের কর্মসূচির মধ্যে কী কার্যক্রম ছিল ও কতটুকু বাস্তবায়ন হয়েছে, তা আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।
সভায় বলা হয়, জেলাভিত্তিক ‘মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পটি’ ফলপ্রসূ, সময় উপযোগী এবং মাঠ পর্যায়ে ব্যাপক চাহিদা রয়েছে। এর ফলে এ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির পাওয়ায় প্রকল্পটি নিয়ে নতুন পরিকল্পনা প্রণয়নের সুপারিশ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদফতরের মহপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
এএ