প্রায় ১০০ মিলিয়ন মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে করোনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৭ ১৭:২০:৪৮
বিশ্বব্যাংকের অনুমান অনুযায়ী, ২০২০ সালে মহামারিজনিত কারণে সারা বিশ্বে ৯৭ মিলিয়ন মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছিলেন, যাঁদের হয়তো দিনে রোজগার ২ ডলারেরও কম । তারপর থেকে সামান্য উন্নতি হয়েছে এই পরিস্থিতির। বিশ্বব্যাংকের অর্থনীতিবিদরা এই বছরের শুরুতে একটি ব্লগে বলেছিলেন , ” ২০২০ সালে মানুষ যে হারে দারিদ্রের মুখে পড়েছিলেন সেই পরিস্থিতি ২০২১-এও বর্তমান। ২০২১ সালেও সারা বিশ্বে ৯৭ মিলিয়ন মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়ছেন ”সেই সঙ্গে তারা অবশ্য উল্লেখ করেছে যে, এই বছর সামগ্রিক দারিদ্র্যর চিত্রটি কমে যাওয়া উচিত।
বিশ্বব্যাংকের মতে, ২০২০ সাল বিশ্বব্যাপী দারিদ্র্যের একটি ইতিহাস রচনা করে গেছে। গত ২০ বছরের মধ্যে বিশ্বে দরিদ্রের সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি । বিশ্বব্যাংকের দারিদ্র্য ও ইক্যুইটির গ্লোবাল ডিরেক্টর ক্যারোলিনা সানচেজ-পারামো মহামারীটিকে একটি প্রাকৃতিক দুর্যোগের সাথে তুলনা করেছেন যা দ্রুত পূর্ব এশিয়ায় এর কেন্দ্রস্থল ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। তিনি সিএনএন বিজনেসকে সাক্ষাৎকার দেবার সময় এই মহামারিকে সুনামির সঙ্গে তুলনা করেছেন। এই অর্থনৈতিক ধাক্কা বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশেও আঘাত হানবে বলেও সতর্ক করেছেন তিনি।
সূত্র : সিএনএন বিজনেস
সানবিডি/এনজে