কোনাবাড়ীতে আগুনে পুড়ল গুদাম-বসতঘর

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১২-২৮ ১৫:৪২:৪৪


গাজীপুর মহানগরের কোনাবাড়ী পারিজাত আমতলায় আগুনে পুড়ে গেছে একটি গার্মেন্টস এক্সেসরিজের দোকান ও গোডাউনসহ কয়েকটি বসতঘর। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রমজান আলীর বন্ধ থাকা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুন পাশে থাকা একটি গোডাউনসহ কয়েকটি বসতঘরে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিস কর্মকর্তা মিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

সানবিডি/ এন/আই