এবার খরচের শীর্ষে সাকিবের বরিশাল, তলানিতে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৮ ১৬:২৫:৫২


অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে প্লেয়ার ড্রাফট। সোমবার রাজধানী পাঁচ তারকা হোটেল রেডিসনে অনুষ্ঠিত হয় এই প্রক্রিয়া। যেখানে ৬টি দল দেশি বিদেশি ১৫৪ জন ক্রিকেটারকে নিজ নিজ দলে ভিড়িয়েছে।

দুই-একটা দল বাদে প্রায় সব দলই নিজেদের দল গুছিয়ে ফেলেছে। কেউ অভিজ্ঞতার দিকে ঝুঁকেছে, কেউ বা নতুনত্বে। তবে এবারের ড্রাফটে কোন দল কত খরচ করল? এখন পর্যন্ত পাওয়া হিসেবে খরচের শীর্ষে ফরচুন বরিশাল। ড্রাফট থেকে তারাই সবথেকে বেশি মূল্যমানের খেলোয়াড় দলে ভিড়িয়েছে।

ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান, ক্রিস গেইল, মুজিবুর রহমান ও দানুশকা গুনাথিলাকাকে দলে নেয় বরিশাল। নিলামে খরচ করেছে মোট ৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। যেখানে বিদেশি ক্রিকেটারদের ‘এ’ ক্যাটাগরি থেকে ক্যারিবিয় পেসার ওবেড ক্রিস্টোফার ম্যাকওয়েডকে ৬৪ লাখ টাকায় দলে নিয়েছে ফ্যাঞ্জাইজিটি।

ড্রাফটে দ্বিতীয় সর্বোচ্চ খরচ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের খরচ ৪ কোটি ৯৬ লাখ ৮৫ হাজার টাকা। মোস্তাফিজুর রহমানের সঙ্গে তিন বিদেশি তারকা মঈন আলী, সুনীল নারাইন ও ফাফ ডু প্লেসিকে ডিরেক্ট সাইনিং-এ দলে নেয় তারা। ড্রাফটেও লিটন দাস, মুমিনুল হক, ইমরুল কায়েসদের মতো তারকা ক্রিকেটারদের দলে টেনেছে কুমিল্লা।

তালিকার তিন, চার আর পাঁচ নম্বরে যথাক্রমে ঢাকা, সিলেট সানরাইজার্স আর খুলনা টাইগার্স। ড্রাফটে সবথেকে কম খরচ করা দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ড্রাফট থেকে মাত্র ১১ জন ক্রিকেটার নিতে তাদের খরচ ৩ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা।

সানবিডি/ এন/আই