১০টি প্রাকৃতিক দুর্যোগে গড়ে ১৫০ কোটি ডলার ক্ষতি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৮ ১৮:৪২:১২
এ বছর বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে দুর্দশা নেমে এসেছে বলে নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইডের একটি গবেষণায় জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চরম ১০টি প্রাকৃতিক দুর্যোগ চিহ্নিত করা হয়েছে। এগুলোর প্রতিটিতে গড়ে ক্ষতি হয়েছে ১৫০ কোটি ডলারের বেশি।
ওই গবেষণা প্রতিবেদন বলছে, দুর্যোগগুলোর মধ্যে গত আগস্টে যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় আইডা এবং জুলাইয়ে ইউরোপে দেখা দেওয়া বন্যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে অর্থনীতিতে। বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে দরিদ্র এলাকাগুলোতে গণহারে মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয় এবং ভোগান্তিতে পড়ে।
নেতৃস্থানীয় একজন গবেষক ফ্রেডরিকে অটো এ বছরের শুরুতে টুইট করেন, মানুষের নানা কর্মকাণ্ডে বিশ্বে তাপপ্রবাহ বাড়ছে। ভবিষ্যতে এ সঙ্কট আরও তীব্র হবে। জলবায়ু পরিবর্তন যে ঝড় ও ঘূর্ণিঝড়ের সঙ্গে সম্পর্কিত, দিনে দিনে আরও বেশি করে তার প্রমাণ পাওয়া যাচ্ছে।
আগস্টে ইন্টারগভর্নরমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদনের প্রথম অংশ প্রকাশ করেছিল। আইপিসিসির ওই মূল্যায়ন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর মাত্র কয়েক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড় আইডা আঘাত হানে।
ক্রিশ্চিয়ান এইডের মতে, আইডার কারণে অর্থনীতিতে চরম ক্ষতিকর প্রভাব পড়েছে। ঘূর্ণিঝড় আইডার কারণে যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্য ও শহরে ব্যাপক বৃষ্টি হয়। নিউইয়র্কে বন্যা নিয়ে প্রথমবারের মতো জরুরি সতর্কতা জারি করা হয়। যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় আইডার আঘাতে প্রাণ হারান প্রায় ৯৫ জন এবং আনুমানিক ৬ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
গত জুলাইয়ে জার্মানি, ফ্রান্স ও ইউরোপের অন্য দেশগুলোর বন্যা ছিল বছরের দ্বিতীয় সবচেয়ে আর্থিক ব্যয়বহুল ঘটনা। বন্যায় ২৪০ জন প্রাণ হারায়, ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ হাজার ৩০০ কোটি ডলার।
সানবিডি/এনজে