নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আসেনি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৯ ১৫:২০:৪৯


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন অর্থমন্ত্রণালয়েরে কাছে নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রস্তাব আসেনি।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বিদ্যুতের দাম বাড়বে কি না- এ প্রসঙ্গে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, মানুষের অ্যাফোর্টেবিলিটি (ক্রয়ক্ষমতা) কমে গেছে। সেটি বাড়ানোর জন্য সরকার বিভিন্ন উদ্যাগও নিয়েছে। আমি বিশ্বাস করি, এখন সবাই ভালো অবস্থানে আছেন। বিদ্যুতের প্রাইজ বাড়ানো হবে কি না, সে প্রস্তাবনা এখনো আমাদের কাছে আসেনি। এলে আপনাদের কাছে সেটি শেয়ার করবো। তখন আপনারাও জানতে পারবেন।

সানবিডি/এনজে