দর বৃদ্ধির শীর্ষে ঢাকা ডাইং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৯ ১৬:০০:৪৪


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৩৪ বারে ৩৬ লাখ ৬ হাজার ৪১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবলের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৪১ বারে ১৫ লাখ ৭৩ হাজার ২১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৬৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এটলাস বাংলাদেশের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ৪৪৭ বারে ৯২ হাজার ১৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  ফাইন ফুডসের ৭.৭৮ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬.৬৯ শতাংশ, বিবিএসের ৬.৩৯ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.৯৬ শতাংশ, ফার্মা এইডসের ৫.৪০ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৯৯ শতাংশ এবং ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর ৪.৩২ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস