দিনাজপুরে হঠাৎ বৃষ্টিতে বেড়েছে শীত, জনজীবন বিপর্যস্ত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৯ ১৯:১৮:৪৩
উত্তরের জেলা দিনাজপুরে হঠাৎ করেই গুঁড়ি গুড়ি বৃষ্টি আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ বুধবার থেকে দিন আর রাতে সমানভাবে শীতের প্রকোপ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে দিনাজপুর আবহাওয়া অফিস।
এ বিষয়ে দিনাজপুরে আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, বুধবার ভোর সাড়ে ৪টা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে দিনাজপুর জেলায়। এই বৃষ্টি থামে সকাল সাড়ে ছটায়। ১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রী সেলসিয়াস। এতে বাতাসের আর্দ্রতা ছিলো সকালে ৯৫ শতাংশ। তবে বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৫ কিলোমিটার। এই গতিবেগ আরও বাড়তে পারে। আজ থেকে দিন-রাতে সমানভাবে শীতের প্রকোপ বৃদ্ধি পাবে।
জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষের দুর্ভোগ অনেক বেড়েছে। রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে তীব্র শীত। আর সকালে কাজের সন্ধানে বের হয়ে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ পড়ছে বিপাকে।
অন্যদিকে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেড়েছে শীতবস্ত্রের কদর। গরম কাপড়ের দোকানগুলোয় বেড়েছে ভিড়। এছাড়াও বিভিন্ন সংগঠন অসহায় শীতার্ত মানুষের শীত নিবারণের চেষ্টায় শীতবস্ত্র বিতরণ চালিয়ে যাচ্ছে।
সানবিডি/এনজে