ডিএসইতে দেড় ঘণ্টায় লেনদেন ১১৯ কোটি টাকা
প্রকাশ: ২০১৬-০২-০৯ ১৩:৩৮:৪৫
দেশের দুই বাজারে আজ মঙ্গলবার এখন পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনের দেড় ঘণ্টায় ১১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপরবাজার সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি টাকার শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই’র তথ্য অনুযায়ী, আজ বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫টি কোম্পানির। আর দর কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪০ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের দেড় ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
সানবিডি/ঢাকা/আহো