ব্লক মার্কেটে লেনদেন ৮৪ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-৩০ ১৬:৫৩:৫৭
বছরের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানির ৮৪ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৬৩টি শেয়ার ৬৮ বার হাত বদলের মাধ্যমে ৮৪ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৯ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকার সোনালী পেপারের এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৮০ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলের।
এছাড়া, ব্লক মার্কেটে এশিয়া ইন্সুরেন্সের ৭ কোটি ৯৬ লক্ষ ২৫ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৬ কোটি ৯৫ লক্ষ ৬০ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩ কোটি ৪৯ লক্ষ টাকার, প্রিমিয়ার সিমেন্টের ২ কোটি ৫০ লক্ষ ৪২ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২ কোটি ৪১ লক্ষ ৩৮ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ১ কোটি ৭২ লক্ষ ৫০ হাজার টাকার, পদ্মা লাইফের ১ কোটি ২৯ লক্ষ ৬০ হাজার টাকার,নিউলাইন ক্লোথিংয়ের ১ কোটি ১৬ লক্ষ ৬২ হাজার টাকার,স্কয়ার ফার্মার ১ কোটি ১২ লক্ষ ৩৫ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১ কোটি ৫ লক্ষ ৭০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৮২ লক্ষ ৩৫ হাজার টাকার, ইবিএল সিকিউরিটিজের ৮১ লক্ষ টাকার, আইডি ফুটের ৮০ লক্ষ ৫৬ হাজার টাকার, গ্রামীণফোনের ৬৯ লক্ষ ৬৮ হাজার টাকার, কাট্টলী টেক্সটাইলের ৫৪ লক্ষ ৪০ হাজার টাকার, যমুনা ব্যাংকের ৫০ লক্ষ ৪০ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪৯ লক্ষ ৫৫ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৪৭ লক্ষ টাকার, সিটি ব্যাংকের ৪৪ লক্ষ ২৫ হাজার টাকার, বিকনফার্মার ৪২ লক্ষ ৬৪ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪২ লক্ষ ৪৬ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৪১ লক্ষ ৪০ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪০ লক্ষ ৩১ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৩৯ লক্ষ টাকার, ইন্ডেক্স এগ্ৰোর ২৭ লক্ষ ৪৫ হাজার টাকার, ফরচুন সুজের ২০ লক্ষ ৯৬ হাজার টাকার, কেডিএস লিমিটেডের ১৭ লক্ষ ৪২ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৫ লক্ষ ৬ হাজার টাকার, ডেফোডিল কম্পিউটারসের ১২ লক্ষ ৯৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১২ লক্ষ ৯৫ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১১ লক্ষ ৪৬ হাজার টাকার, পিপলস ইন্সুরেন্সের ১০ লক্ষ ৮০ হাজার টাকার, এএমসিএল-প্রাণের ১০ লক্ষ ২৫ হাজার টাকার, গোল্ডেনসনের ১০ লক্ষ টাকার, সিএনএ টেক্সটাইলের ৭ লক্ষ ৭৫ হাজার টাকার, আমারানেটের ৫ লক্ষ ৫৬ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লক্ষ ৫৬ হাজার টাকার, ইউনিক হোটেল ৫ লক্ষ ২০ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৫ লক্ষ ১৮ টাকার, নাহি আ্যলুমিনিয়ামের ৫ লক্ষ ৯ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫ লক্ষ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস