অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-৩০ ১৭:২৩:০১
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সিরাজগঞ্জের শাহজাদপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
বুধবার ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চল পরিদর্শনকালে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের মতো এবছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান সিরাজগঞ্জে হতদরিদ্র মানুষের মাঝে ২ হাজার ৫০০ কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
সানবিডি/এনজে