২০২১: ডিএসইএক্স সূচক বেড়েছে ১১৩৭.৬৯ পয়েন্ট

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১২-৩০ ২১:৪০:১৭


সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ২০২১ সালের প্রথম কার্যদিবস সোমবার (০৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়। বছরের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সূচকের উত্থান দিয়েই শেষ হয়েছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার লেনদেনে এই চাঙ্গাভাবের মধ্য দিয়ে চলতি সপ্তাহের শেষ চার কার্যদিবসের তিন কার্যদিবসই ঊর্ধ্বমুখী থাকলো পুঁজিবাজার।

আগের সপ্তাহে লাগে দরপতনের ধাক্কা। লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে দরপতন হয় তিন কার্যদিবসেই। এতে এক সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সূচক কমে ১৬৫ পয়েন্ট। পাশাপাশি বাজারের মূলধন কমে ১২ হাজার ৩৩২ কোটি টাকা।

এর ধারাবাহিকতা অব্যাহত ছিল চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও। তবে সোমবার ও মঙ্গলবার পুঁজিবাজার ছিল ঊর্ধ্বমুখী। বুধবার আবার পতনের মধ্যে পড়ে বাজার। তা থেকে ঘুরে দাঁড়ায় সপ্তাহের শেষ কার্যদিবসে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের ৩ জানুয়ারি ডিএসই’র ডিএসইএক্স সূচক ছিল ৫৬১৮.৯৬ পয়েন্টে। আর ৩০ ডিসেম্বর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৬৭৫৬.৬৫ পয়েন্টে। ফলে প্রায় এক বছরের ব্যবধানে ডিএসইএক্স সূচক বেড়েছে ১১৩৭.৬৯ পয়েন্ট। তবে চলতি বছরে ইতিহাসে প্রথমবারের মতো ডিএসইক্স সূচক ৭ হাজার পয়েন্ট অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে।

২০২১ সালে ডিএসইএক্স মূল্য সূচক সর্বোচ্চ ৭৩৬৮.০০ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ৫০৪৪.৯৯ পয়েন্ট৷ ২০১৩ সালের ২৮ জানুয়ারি ৪,০৯০.৪৭ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়৷

এদিকে চলতি বছরের ৩ জানুয়ারি ডিএসইর ডিএসইএস সূচক ছিল ১২৯৯.৫২ পয়েন্ট। আর চলতি বছরের ৩০ ডিসেম্বর ডিএসইএস সূচক অবস্থান করছে ১৪৩১.১২ পয়েন্টে। ফলে প্রায় এক বছরের ব্যবধানে ডিএসইএস সূচক বেড়েছে ১৩১.৬ পয়েন্ট।

৩ জানুয়ারি ডিএসইর ডিএসই–৩০ সূচক সূচক ছিল ২০৭৮.৯৫ পয়েন্ট। আর চলতি বছরের ৩০ ডিসেম্বর ডিএসই–৩০ সূচক সূচক অবস্থান করছে ২৫৩২.৫৮ পয়েন্টে। ফলে প্রায় এক বছরের ব্যবধানে ডিএসইএস সূচক বেড়েছে ৪৫৩.৬৩.৭৮ পয়েন্ট।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস