সিরাজগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১২-৩১ ১৪:২০:০২


সিরাজগঞ্জের সলঙ্গার গোজা ব্রিজের কাছে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিজামুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সাভিস জানায়, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রীদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। গুরুতর আহত চারজনকে উল্লাপাড়ার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএ