চীনে ১২ শতাংশ কমেছে আকরিক লোহার দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০১ ১৪:১৭:৩০


চীনে টানা তিন বছর ঊর্ধ্বমুখী থাকার পর সদ্যসমাপ্ত বছরে কমেছে আকরিক লোহার দাম। বৈশ্বিক জলাবায়ু হুমকি মোকাবেলায় বেইজিংয়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন কমিয়ে আনার পর রেকর্ড পরিমাণ বাড়ে ধাতুপণ্যটির দাম। পরে নিয়ন্ত্রক সংস্থার চাপে বাজার আদর্শে আকরিক লোহার ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমে আসে। খবর রয়টার্স।

শুক্রবার ডালিয়ান এক্সচেঞ্জ অনুসারে, আকরিক লোহার ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৯ শতাংশ বেড়ে টনপ্রতি দাঁড়িয়েছে ৬৮০ ইউয়ান (১০৬ ডলার ৭১ সেন্ট)। চলতি বছরে পণ্যটির সামগ্রিক ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমেছে ১২ শতাংশ।

২০১৯ সালে আকরিক লোহার দাম প্রায় চার গুণ ও ২০২০ সালে তিন গুণের বেশি বাড়ে। ২০২১ সালের মে মাসে ধাতুপণ্যটির দাম যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ স্তর স্পর্শ করে। এ সময় প্রতি টন আকরিক লোহার দাম পৌঁছেছিল ১ হাজার ২৩৯ ইউয়ান। ইস্পাত তৈরি কাঁচামাল হিসেবে ধাতুপণ্যটির দামে এ উল্লম্ফন দেখা গিয়েছিল।

তবে সদ্যসমাপ্ত বছরের মাঝামাঝি ইস্পাত উৎপাদক কারখানাগুলোকে উৎপাদন সীমাবদ্ধতা দেয়ার ফলে চাহিদা ও দাম কমতে শুরু করে। লৌহখাত থেকে কার্বন নিঃসরণ ও অন্যান্য দূষণ কমিয়ে আনতে এমন নির্দেশনা দেয় চীনা কর্তৃপক্ষ। এ সময় চীনে জুন-নভেম্বরে এর আগের বছরের তুলনায় আকরিক লোহার আমদানি ৯ দশমিক ৬ শতাংশ পর্যন্ত কমে আসে। ডালিয়ান বাজার আদর্শে পণ্যটির দামও ৪২ শতাংশের মতো কমে আসে।

সানবিডি/এনজে