একনেকে ৮ প্রকল্প অনুমোদন

প্রকাশ: ২০১৬-০২-০৯ ১৪:৩০:১৯


PID-PM-ECNEC-Meeting-230x155জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮৬৫ কোটি ৪ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, আজকের একনেক সভায় ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার ৮৬৫ কোটি ৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ১ হাজার ৫৩৬ কোটি ৪৩ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা ১ হাজার ৩২৮ কোটি ৬১ লাখ টাকা ব্যয় করা হবে। এসময় পরিকল্পনা সচিব তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/আহো