স্ট্যাবিলাইজেশন ফান্ডের সিওও হলেন মতিন পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-০১ ২১:২৩:৩৩
পুঁজিবাজারের উন্নয়ন ও তারল্য সংকট দূর করতে গঠিত ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পদে নিয়োগ পেয়েছেন ডিএসই’র সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারী।
শনিবার (১ জানুয়ারি) সিএমএসএ’র চেয়ারম্যান নজিবুর রহমান এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিএমএসএফ’র বোর্ড অফ গভর্নরস (বিওজি) এর সিদ্ধান্ত এবং পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর আনুষ্ঠানিক অনুমোদনের ভিত্তিতে আব্দুল মতিন পাটোয়ারীর এ নিয়োগ অনুমোদিত হয়েছে।
আজ ১ জানুয়ারী থেকেই এ নিয়োগ কার্যকর হয়েছে বলেও তিনি জানান ৷
প্রসঙ্গত, আব্দুল মতিন পাটোয়ারী ডিএসইতে সিএফও হিসাবে যোগ দেন ২০১৫ সালের ৬ আগস্ট। পরে গত বছরের অক্টোবরে তিনি এ পদ থেকে পদত্যাগ করেন। আর পদত্যাগের তারিখ নির্ধারণ করেন ১ জানুয়ারি ২০২২।
এএ