বিক্রেতা সংকটে হল্টেড ৩ কোম্পানির শেয়ার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০২ ১২:১১:৩৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। রোববার (০২ জানুয়ারি) লেনদেন চলাকালীন সময় কোম্পানি তিনটি শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ডিএসই সূত্রে এ তথ্যজানা গেছে।
কোম্পানিগুলো হলো : আরএন স্পিনিং, ফরচুন সুজ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
জানা গেছে, বৃহস্পতিবার আরএন স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬.৬০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ০.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
ফরচুন সুজ : বৃহস্পতিবার ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯২.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯৩.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০১.৩০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৯.২০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন : বৃহস্পতিবার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭১.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭৩ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৯ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৭.১০ টাকা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস