দর বৃদ্ধির শীর্ষে ফরচুন সুজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০২ ১৫:৫৫:৪২
বছরের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪২২ বারে ৪৭ লাখ ৮৮ হাজার ২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৭ কোটি ৭৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১২৮ বারে ৫ লাখ ৭৯ হাজার ৬২৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৫৯৬ বারে ৬৭ লাখ ৫৫ হাজার ৮০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫১ কোটি ৭৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলোর ৯.৮২ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৭.৮৮ শতাংশ, আইএফআইসির ৭.৬৯ শতাংশ, পেনিনসুলার ৭.৬২ শতাংশ, গোল্ডেন সনের ৭.৩২ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৭.০৮ শতাংশ এবং শাহজিবাজার পাওযারের শেয়ার দর ৬.৭৫ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস