আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্র্ড পেল পূবালী ব্যাংক

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০১-০২ ১৭:৩৫:১৮


দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্র্ড-২০২০ পেল পূবালী ব্যাংক লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে পূবালী ব্যাংক লিমিটেডকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলীর নিকট অ্যাওয়ার্ড প্রদান করেন। এসময় পূবালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক ও সিএফও মোহাম্মদ লিটন মিয়া এফসিএ উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআই’র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএমএবি’র প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক। বিজ্ঞপ্তি

এএ