৩ হাজার লিটার মদ খালে ফেলে দিল তালেবান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৩ ১০:১১:৪৩


আফগানিস্তানের একদল গোয়েন্দা কর্মকর্তা জব্দ করার পর প্রায় তিন হাজার লিটার মদ কাবুলের একটি খালে ফেলে দিয়েছেন। রোববার আফগান গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এসব কথা জানানো হয়। মদ বিক্রির ওপর তালেবান সরকার অভিযান চালাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির।

এ বিষয়ে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (জিডিআই) থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, রাজধানী কাবুলে অভিযান চালিয়ে জব্দ করার পর গোয়েন্দা কর্মকর্তারা সেসব মদ একটি খালে ফেলে দিচ্ছেন।

রোববার টুইটারে পোস্ট হওয়া গোয়েন্দা সংস্থার ভিডিও ফুটেজে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘মদ তৈরি ও বিক্রি থেকে অবশ্যই মুসলমানদের বিরত থাকতে হবে।’

সানবিডি/এনজে