এক বছরের সর্বনিম্নে ভারতীয় ইস্পাতের রফতানি মূল্য

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৩ ১৩:৫৫:৫২


এক বছরের সর্বনিম্নে নেমে এসেছে ভারতীয় ইস্পাতের রফতানি মূল্য।স্থানীয় ও রফতানি চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় দাম কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভারতীয় মুম্বাইভিত্তিক আর্থিক পরিষেবা সংস্থা এডেলউইস সিকিউরিটিজ এক প্রতিবেদনে জানায়, প্রতি টন ভারতীয় ইস্পাতের রফতানি মূল্য ৭৫০ ডলারে নেমেছে। এক মাস আগেও রফতানি মূল্য ছিল ৮৪০ ডলার।

এ ব্যাপারে সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ভারতীয় ইস্পাতের দাম বিশ্বের অন্যান্য রফতানিকারক দেশের তুলনায় সর্বনিম্নে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের ইস্পাত টনপ্রতি ১ হাজার ৭৮৯ ডলারে রফতানি হচ্ছে। ইউরোপের স্থানীয় বাজারে ইস্পাতের দাম ১ হাজার ৩৩ ডলার। চীনের ইস্পাতের রফতানি মূল্য ৭৮০ ডলার। জাপান ও দক্ষিণ কোরিয়া রফতানি করছে ৮০৫ ডলারে।

সানবিডি/এনজে