দর বৃদ্ধির শীর্ষে ই-জেনারেশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৩ ১৬:০১:০৬


বছরের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ই-জেনারেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৭১৯ বারে ৬ লাখ ২০ হাজার ৪০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬১ বারে ৭ লাখ ১৮ হাজার ১০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৪৭ বারে ৪৩ লাখ ৫৮ হাজার ৫৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৫৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রিং-শাইন টেক্সটাইলের ৯.২৭ শতাংশ, আমান ফিডের ৮.৯০ শতাংশ, আইসিবি-৩য় এনআরডি মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮২ শতাংশ, রিলায়েন্স-১ম মিউচ্যুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ, নূরানী ডায়িংয়ের ৬.৯৪ শতাংশ, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ৬.৯৩ শতাংশ, ফরচুন সুজের ৬.১৩ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস