কুমিল্লায় ট্রলারডুবিতে ৩ জনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০১-০৩ ১৭:২১:৫৯


কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলারডুবিতে দুই শিশু ও এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।

সোমবার দুপুর পৌনে ২টায় উপজেলার লুটেরচর এলাকায় কাঁঠালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে মরিয়ম (৮) নামে এক শিশু পরিচয় জানা গেছে। বাকি নিহত দুইজন ও নিখোঁজ একজনের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ওই ট্রলারে ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে তিনজনের মৃত্যু ও একজন নিখোঁজ রয়েছেন। বাকি সাতজন পাড়ে উঠতে সক্ষম হয়েছেন।

এএ