বরগুনায় ২০ মণ জাটকা জব্দ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০১-০৪ ১৮:৪৮:৩৪


বরগুনার তালতলীতে অবৈধভাবে আহরণ করা দুটি ট্রাকসহ ২০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ট্রাকচালককে ৮ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার(৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম।

এ বিষয়ে মৎস্য অফিস সূত্র জানায়, ফকির হাট থেকে তালতলী-আমতলী মহাসড়ক দিয়ে দুটি ট্রাকে বিপুল পরিমাণ জাটকা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তালতলীর ইসলামিয়া হাসপাতালের সামনে ট্রাক দুটির গতিরোধ করে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় ট্রাক দুটি থেকে ২০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।

পরে ট্রাক চালক শহিদুল ইসলাম ও বেলাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার হোসেন।

এ বিষয়ে তালতলী উপজেলা মৎস্য অফিসার মাহবুবুল আলম বলেন, আমাদের নিয়মিত অভিযানে ২০ মণ জাটকাসহ দুটি ট্রাক আটক করা হয়। পরে জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। দুই ট্রাকের চালককে ৮ হাজার জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

সানবিডি/এনজে