সরকারি হলো লালমাটিয়া মহিলা কলেজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-০৪ ১৯:৪০:২৭


লালমাটিয়া মহিলা কলেজকে সরকারি করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’-এর আলোকে ঢাকা জেলার মোহাম্মদপুর থানাধীন ‘লালমাটিয়া মহিলা কলেজ’ গত ৩০ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে সরকারি করা হলো।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ শুরু করা হয়। এর অংশ হিসেবে সর্বশেষ মঙ্গলবার (৪ জানুয়ারি) লালমাটিয়া মহিলা কলেজ সরকারি হলো।

এএ