ব্লক মার্কেটে লেনদেন ৬৯ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৫ ১৬:৫০:৩১


বছরের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪১টি কোম্পানির ৬৯ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৫৭ লাখ ৫৭ হাজার ৯১৫টি শেয়ার ১০০ বার হাত বদলের মাধ্যমে ৬৯ কোটি ২৯ লাখ ৮৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৩ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি ২১ লাখ ৮৮ হাজার টাকার জেনেক্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১২ কোটি ৬০ লাখ ১৬ হাজার টাকার লেনদেন হয়েছে সোনালী পেপারের।

এছাড়া,  ব্লক মার্কেটে লিন্ডে বিডির ৪ কোটি ৮৩ লক্ষ ৩০ হাজার টাকার, আরডি ফুডের ২ কোটি ৫৫ লক্ষ টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৬৪ লক্ষ ১২ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ১ কোটি ১২ লক্ষ ৪৫ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১ কোটি ৬ লক্ষ ৬০ হাজার টাকার, পদ্মা লাইফের ১ কোটি ৪ লক্ষ ৫০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৭৪ লক্ষ ৫০ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৬৪ লক্ষ ৬১ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৬৩ লক্ষ ৯৯ হাজার টাকার, বিকনফার্মার ৬৩ লক্ষ ৭১ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৬২ লক্ষ ৬৬ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫৪ লক্ষ ৪৬ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৩ লক্ষ ৪৬ হাজার টাকার, ফারইস্ট লাইফের ৩৫ লক্ষ ৫০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৯ লক্ষ ১৭ হাজার টাকার, ইন্ডেক্স এগ্ৰোর ২৮ লক্ষ ৬৫ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ২৬ লক্ষ ৮৩ হাজার টাকার, আমান ফিডের ২৫ লক্ষ টাকার, ইস্টার্ন ইন্সুরান্সের ২০ লক্ষ ১১ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১৮ লক্ষ ৮০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ১৮ লক্ষ ৪১ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ১৬ লক্ষ ৮৩ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৬ লক্ষ ৬৩ হাজার টাকার, ডেফোডিল কম্পিউটারের ১৫ লক্ষ ৬৭ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৫ লক্ষ ৩০ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ১২ লক্ষ ৬ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১০ লক্ষ ৯৪ হাজার টাকার, এপিএসসিএল বন্ডের ১০ লক্ষ ২৪ হাজার টাকার, শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৯ লক্ষ ৬৯ হাজার টাকার, কেডিএস লিমিটেডের ৯ লক্ষ ৬৬ হাজার টাকার, ই-জেনারেশনের ৮ লক্ষ ৫৫ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৫ লক্ষ ৮৫ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫ লক্ষ ৫৯ হাজার টাকার, বিডি থাইয়ের ৫ লক্ষ ২৫ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫ লক্ষ ১৮ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৫ লক্ষ ৪ হাজার টাকার, পেনিনসুলার ৫ লক্ষ ৩ হাজার টাকার এবং জনতা ইন্স্যুরেন্সের ৫ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস