পদ্মা অয়েলের এজিএম ১৩ ফেব্রুয়ারি
প্রকাশ: ২০১৬-০২-১০ ১৩:০৩:১৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, ওইদিন বেলা ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে। এজিএম অনুষ্ঠিত হবে চিটাগং বোট ক্লাব, সিবিসি সিসিএল কনভেনশন সেন্টার ঘাট নং-১১, পতেঙ্গা, চিটাগংয়ে।
প্রসঙ্গত, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য শতভাগ লভ্যাংশ ঘোষণা করেছে। যার পুরোটাই নগদ।
কোম্পানির ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৮৫ পয়সা।
সানবিডি/ঢাকা/এসএস