মেয়রের ওপর থাবা দিয়ে প্রাণ গেল বাঘের
প্রকাশ: ২০১৬-০২-১০ ১৩:০৭:৩৪
বাঘের থাবায় গুরুতর আহত হয়েছেন শেরপুরের শ্রীবরদী পৌরসভার আওয়ামী লীগের মেয়র আবু সাইদ। তাকে আশঙ্কাজনক অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীবরদী পৌরসভার জালকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার পর ওই চিতাবাঘটিকে বিক্ষুব্ধ এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলেছে। এলাকাবাসী জানান, সীমান্তের গারো পাহাড় এলাকা থেকে ওই চিতাবাঘটি লোকালয়ে আসে। সকালে শ্রীবরদী পৌরসভা জালকাটার এলাকার জমির সেচ ঘরে ওই চিতাবাঘটি আশ্রয় নেয়।
বিষয়টি জেনে মেয়র আবু সাইদ ওই বাঘটিকে দেখতে যায়। এসময় চিতাবাঘটি মেয়র আবু সাইদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে বাঘের থাবায় গুরুতর আহত হন তিনি। পরে এলাকাবাসী বাঘটিকে পিটিয়ে মেরে ফেলেন।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। শীবরদী থানার ওসি এস আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সানবিডি/ঢাকা/এসএস